Err0r

A minimal but informative blog developed and managed by Tarunna


মহাশূন্যে মানবশরীর

আসলেই কি বিস্ফোরিত হয়?



ধরেন আপনাকে আমি টুকুস করে ধরে স্পেসস্যুট-ট্যুট ছাড়াই মোটু-পাতলুর বক্সারের মত এক ঘুষিতে মহাকাশে পাঠিয়ে দিলাম। আপনিও ঘুষির জোরে গ্র‍্যাভিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সোজা উড়ে চলে গেলেন মহাশূন্যে কোন স্পেসস্যুট ছাড়াই। এবার কি হবে?

না, আপনার শরীর ঠান্ডায় তৎক্ষনাৎ জমে যাবে না(বা বিস্ফোরণও হবে না)। প্রচলিত ভুল ধারণা যে মহাশূন্য অনেক অনেক ঠান্ডা। কিন্তু মহাশূন্যের আসলে কোন তাপমাত্রা নেই। কেন? তার ইচ্ছা। না, এইসব বললে তো হবে না। বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা করেন। আচ্ছা, তাপমাত্রা হচ্ছে কণারা কত জোরে ছুটছে তার একটা পরিমাপ। আর তাপ হচ্ছে একটা বস্তুর কণাগুলোকে কি পরিমাণ শক্তি আছে তার পরিমাণ। ত মহাশূন্যের মত শুন্যস্থান, যেখানে কোন কণা বা রেডিয়েশন নেই, সেখানের কোন তাপমাত্রাও থাকবে না। সিম্পল!

এখন, মহাশূণ্যে গিয়ে, প্রথমেই আপনি হালকা ঠান্ডা বা হালকা গরম অনুভব করবেন(আপনি উড়ে গিয়ে কোথায় পড়ছেন এটার উপর নির্ভর করে)। তবে তাপমাত্রার চেয়ে আপনার জন্য বড় মাথাব্যাথার কারণ হবে বায়ুচাপ। হঠাৎ করে বায়ুচাপ শূন্যতার ফলে আপনি যদি ফুসফুসে থাকা বাতাস সাথে সাথে হুশ করে ছেড়ে না দেন, তবে আপনার ফুসফুস ঢুস করে ফেটে যাবে ভেতরে থাকা বাতাসের কারণে। আর আপনি.........সে দিকে নাই গেলাম আর। এছাড়া এই বায়ুচাপ শূন্যতা আরেকটা বড় যে অবস্থার সৃষ্টি করবে, তাকে বলে Ebullism; যেটা আপনার শরীরের তরলগুলোর গলনাঙ্ক কমিয়ে দেবে। যার ফলে আপনার শরীরে থাকা পানি চলে যাবে রক্তপ্রবাহে আর কোমল টিস্যু পরিণত হবে জলীয়বাষ্পে। Ebullism এর ফলে আপনার রক্তনালীতে বুদবুদ উৎপন্ন হয়ে আপনার রক্তপ্রবাহও বাধাগ্রস্ত হতে পারে। অক্সিজেনের ক্রমাগত সাপ্লাইয়ে উপর নির্ভরশীলতা Hypoxia বা Oxygen Deprivation নামে আরেকটা পরিস্থিতির শিকার করবে যার ফলে ১৫ সেকেন্ডের মাথায় অক্সিজেনবিহীন রক্ত মস্তিষ্কে পৌঁছে যাবে। এর ফলে কি ফলাফল আসবে তার কোন তথ্য এখনো পাওয়া যায় নাই।

References: The Human Body in Space - Harvard



ভালো থাকবেন, ভালো রাখবেন। Bদায়
logging out.......